Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮, ১৩ সফর​ ১৪৪৩

শিরোনাম :
প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব || দল শক্তিশালী করতে এমপিদের সাংগঠনিক দায়িত্বে লাগাম টানার ইঙ্গিত || আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা || বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব || শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে কে হচ্ছেন নৌকা এর মাঝি? || সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপিকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || শফিক চৌধুরীকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গল বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ || সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে শফিক চৌধুরী || সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিব বিপুল ভোটে বিজয়ী ||

প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব

 প্রকাশিত: ১১, সেপ্টেম্বর - ২০২১ - ০৩:৫৯:৪৩ PM

 

সিলেট-৩ আসনের উপনির্বাচনে সদ্য বিজয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার দুপুরে এই সাক্ষাতের বিষয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান।

‘প্রিয় নেত্রীর সান্নিধ্যে’ শিরোনামে তিনি ফেসবুকে লিখেন-

‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 'নৌকা প্রতীক' আমানত হিসেবে দিয়েছিলেন-আমি, আমার দলীয় নেতাকর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রিয় নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানার প্রতি।’

হাবিবুর রহমান হাবিব লিখেন, ‘আমি বিজয়ী হওয়ার পরপরই আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, আপা আমি আপনাকে পা ছুঁয়ে সালাম না করে শপথ গ্রহণ করবো না। এই করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন। আমি মন উজাড় করে কথা বলেছি, কথা বলেছি আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের কথা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত আমার এই বিজয়ে।’

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিব প্রায় ৯০ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজারের একটু বেশি।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top