Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮, ১৩ সফর​ ১৪৪৩

শিরোনাম :
প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব || দল শক্তিশালী করতে এমপিদের সাংগঠনিক দায়িত্বে লাগাম টানার ইঙ্গিত || আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা || বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব || শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে কে হচ্ছেন নৌকা এর মাঝি? || সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপিকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || শফিক চৌধুরীকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গল বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ || সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে শফিক চৌধুরী || সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিব বিপুল ভোটে বিজয়ী ||

বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব

 প্রকাশিত: ০৯, সেপ্টেম্বর - ২০২১ - ১১:৩১:২৮ PM

আ.হ ইমন শাহ্ :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি নির্বাচিত হলেন বালাগঞ্জের তারকা ফুটবলার রাশেদ জামান আঞ্জব। বাফুফের তৃতীয় শ্রেণির রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

রাশেদ জামান আঞ্জব বালাগঞ্জ উপজেলার উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. আহমদ আলী ও ইউনিয়নের মহিলা মেম্বার জয়তেরা বেগমের ছেলে।

চলতি বছরের মার্চে বাফুফের প্রশিক্ষণ গ্রহণ করেন রাশেদ জামান আঞ্জব। প্রশিক্ষণ শেষে আনুষাঙ্গিক পরীক্ষায় উত্তীর্ণ হলে সম্প্রতি বাফুফে’র চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হয় তাকে। ১লা জুন থেকে কার্যকর হওয়া তৃতীয় শ্রেণির রেফারি হিসেবে আন্জব ছাড়াও সারাদেশে সনদ পেয়েছেন আরও ২৫২ জন।

রাশেদ জামান আঞ্জব বালাগঞ্জ তথা সিলেটের ফুটবল জগতের এক পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে ফুটবল খেলার সাথে জড়িত। ফুটবল খেলার পাশাপাশি বালাগঞ্জের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলের একজন সংগঠকও তিনি। দায়িত্ব পালন করছেন বালাগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক ও বালাগঞ্জ আমির হাবিব ফুটবল একাডেমির সাধারণ সম্পাদকের।

বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের নিয়মত সদস্য রাশেদ জামান আঞ্জব কৈশোরে খেলা শুরু করেন বালাগঞ্জ সদর স্পোটিং ক্লাবের হয়ে। একসময় খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্র বালাগঞ্জের হয়েও। বর্তমানে আমির হাবিব ফুটবল একাডেমির অপরিহার্য সদস্য তিনি।

২০১২ সালে ফেনি সকার ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশ লীগ। এছাড়া সিলেট মেট্টো পলিটনের হয়ে ২০১৪ সালে দ্বিতীয় বিভাগ ও ২০১৮ সালে খেলেছেন প্রথম বিভাগ লীগ।

ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও আগেবাগেই রেফারির খাতায় নাম লিখিয়ে ভবিষ্যতে প্রফেশনাল রেফারি হিসেবে ক্যারিয়ার গড়ার ইঙ্গিত দিলেন রাশেদ জামান আঞ্জব। সনদ পাওয়ার পর ঠিকমত দায়িত্ব পালনের পাশাপাশি বালাগঞ্জের ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া চেয়েছেন তিনি।

এদিকে বাফুফের রেফারি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় সতীর্থসহ শুভাকাঙ্ক্ষিদের অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top