Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮, ১৩ সফর​ ১৪৪৩

শিরোনাম :
প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব || দল শক্তিশালী করতে এমপিদের সাংগঠনিক দায়িত্বে লাগাম টানার ইঙ্গিত || আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা || বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব || শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে কে হচ্ছেন নৌকা এর মাঝি? || সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপিকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || শফিক চৌধুরীকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গল বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ || সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে শফিক চৌধুরী || সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিব বিপুল ভোটে বিজয়ী ||

বিশ্বনাথের সাদিয়ার করোনা নিরোধক স্প্রে আবিস্কার

 প্রকাশিত: ১০, জুলাই - ২০২১ - ০৪:৫৫:৩৩ PM

কূল ডেস্ক :: যুক্তরাজ্যে সিলেটের বিশ্বনাথের বাংলাদেশী বংশোদ্ভূত সাদিয়া খানম ‘ভলটিক’ নামক একটি কোভিড-১৯ নিরোধক স্প্রে আবিস্কার করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি যুক্তরাজ্যে চেস্টারের বাসিন্দা। বিশ্বনাথ উপজেলার নাজির বাজারের মোহাম্মদপুর গ্রামে তাদের পূর্ব পুরুষদের নিবাস। পিতা কবির আহমদ একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। মা ফরিদা আহমদ একজন গৃহিনী। ২৫ বছর বয়সী যুবতী এই ‘ভলটিক’ স্প্রে আবিস্কার করেন। পাশাপাশি সাদিয়া তার বাবার রেস্টুরেন্ট ‘ক্যাফে ইন্ডিয়াতে’ কাজ করেন।
 
‘ভলটিক’ স্প্রে যেকোনো স্থানে ব্যবহারের সাথে সাথে সবধরনের প্যাথোজন (ভাইরাস, ভ্যাক্টেরিয়া, ফাঙ্গি ইত্যাদি) টেনে এনে মেরে ফেলতে সক্ষম। ‘ভলটিক’ স্প্রে কোনো স্থানে একবার ব্যবহার করলে ১৫দিন পর্যন্ত ওই জায়গায় সম্পুর্ণরূপে কেভিডমুক্ত থাকে। 

যুক্তরাজ্যের হাসপাতালগুলো বলেছে, ভাইরাস নিরোধে এই স্প্রে শতভাগ কার্যকর। তাছাড়া এই স্প্রে ব্যবহার করে হাসপাতালগুলোর প্রায় ৭০ পার্সেন্ট পরিচ্ছন্নতা খরচ কমিয়ে আনা সম্ভব।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top