Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮, ১৩ সফর​ ১৪৪৩

শিরোনাম :
প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব || দল শক্তিশালী করতে এমপিদের সাংগঠনিক দায়িত্বে লাগাম টানার ইঙ্গিত || আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা || বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব || শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে কে হচ্ছেন নৌকা এর মাঝি? || সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপিকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || শফিক চৌধুরীকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গল বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ || সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে শফিক চৌধুরী || সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিব বিপুল ভোটে বিজয়ী ||

২৪ ঘণ্টায় শনাক্ত ৬২১৪, মৃত্যু ১৩৪

 প্রকাশিত: ০৩, জুলাই - ২০২১ - ১০:২৮:৫১ PM

কূল ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হলো।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৮৪ জন এবং নারী ৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন, ময়মনসিংহে ৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ১৫ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে ৩ জন ও সিলেটে ১ জনের মৃত্যু হয়। এদের ১০৭ জনের মৃত্যু হয় সরকারি হাসপাতালে, ২০ জনের বেসরকারি হাসপাতালে ও বাসায় মৃত্যু হয় ৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top