Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৪ শ্রাবণ ১৪২৮, ১৭ জ্বিলহজ্জ ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা || প্রতিষ্ঠাবার্ষিকীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল || বালাগঞ্জে করোনায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মৃত্যু || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ অব্যাহত || বালাগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে- কওছর আহমদ || বালাগঞ্জে বনগাঁও মাদ্রাসায় মতিউর রহমান শাহীনের অনুদান প্রদান || বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত || বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ || উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : হাবিব ||

আমি তরুণ প্রজন্মের প্রার্থী : হাবিব

 প্রকাশিত: ২১, জুন - ২০২১ - ০১:১৮:৫২ AM

কূল প্রতিবেদক :: সিলেট-৩ আসনের উপর্নিবাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি তরুণ প্রজন্মের প্রার্থী, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবেই আমাকে মনোনীত করেছেন। সুতরাং তরুণ ও যুব সমাজের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। তিনি ২০ জুন রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় উপরোক্ত কথাগুলো বলেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। তিনি তাঁর বলেন- সিলেট-৩ আসনের উপনির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করতে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করতে হবে। যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ ও নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। তবেই নৌকার বিজয় নিশ্চিত হবে।

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশিক আলীর পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, সেলিম আহমদ সেলিম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা কফিল আহমদ চৌধুরী, এম শামীম আহমদ, মুজিবুর রহমান, সদরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, খালেদ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সাজলু লস্কর প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিশেষ এই বর্ধিত সভায় ১০টি ইউনিয়ন কমিটির বর্ধিত সভা ও প্রত্যেক সেন্টারে ১টি করে সেন্টার কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কেকূল/ইশাহ্/২১-০৬-২১

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top