
প্রকাশিত: ১২, ফেব্রুয়ারি - ২০২১ - ০৮:৪১:৪৩ PM
গিলমান আহমদ : বালাগঞ্জে এযাবৎ কালের সর্ববৃহত ফুটবল টুর্নামেন্ট “চেয়ারম্যান কাপ-২০২০” এর দ্বিতীয় আসরের সমাপ্তি হতে যাচ্ছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া’র সম্মানে আয়োজিত “চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০” ফাইনাল খেলার মাধ্যমে এ টুর্নামেন্টের সমাপ্তি হবে ।
উপজেলার কালিবাড়ী বাজার সংলগ্ন মাঠে বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলার শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ওসমানীনগর উপজেলার গ্রীণ এফ সি হস্তিদুর ফাইনাল খেলায় একে-অন্যের মোকাবেলা করবে।
উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির হোসেন খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।
উল্লেখ্য, গেল বছরে জমকালো আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন হয়। পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে টুর্ণামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়নি।