
প্রকাশিত: ১৫, জানুয়ারি - ২০২১ - ১১:৪০:৫৬ PM
কূল ডেস্ক ॥ বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ৪র্থ আজিজপুর প্রিমিয়ার লীগ (এটিএল) ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী মনজুরুল ইসলাম মনজু’র পৃষ্টপোষকতায় আয়োজিত এ লীগ গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।
লীগের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়ানুরাগী ময়নুল ইসলাম শিমু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন হাজী মো. খলকু মিয়া, এমএ কাইয়ুম, হাজী ফজল মিয়া, আমিরুল ইসলাম রুবেল, আনহার মিয়া, রিপন আহমদ ময়না, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, ক্রীড়া সংগঠক রওনক আহমদ, শিহাব উদ্দিন, ইসমাইল আলী, শেখ পাশা মিয়া, জুয়েল আহমদ, সাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও টিম ম্যানেজার শাহ নেওয়াজ রাজীব, শরিফ বিন তাজ, জুনেদ খান, কেএম নাছিম, রেজওয়ান শাহরিয়ার উপস্থিত ছিলেন। লীগে রিহান এক্সপ্রেস, নাফিজা ফায়ার বার্ডস, আরএন ফাইটার্স এবং জেকে রাইডার্স ৪টি দল অংশগ্রহণ করেছে
উদ্বোধনী খেলায় নাফিজা ফায়ার বার্ডসকে ৯ইউকেটে হারিয়ে রিহান এক্সপ্রেস শুভ সূচনা করেছে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের শামীম আহমদ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলা পরিচালনা করেন শরিফুল ইসলাম মছরু, মো. মিজান চৌধুরী, ইমানী চৌধুরী ও মোস্তাক হোসেন দিপু।