Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭, -১ জুমাদিউস-সানি ১৪৪২

শিরোনাম :
রাজনগরের ফতেপুরে আ.লীগ নেতা রাখাল চন্দ্র দাশের জন্মদিন পালন || শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের টানা ১যুগ পূর্তিতে শফিক চৌধুরীর দো’আ মাহফিল || বালাগঞ্জের মাহবুবুল আলম চৌধুরীকে ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল প্রদান || বালাগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন || সপ্তাহের ই-পেপার (প্রিন্ট ভার্সন) || কবি ফকির ইলিয়াসের জন্মদিন আজ || দূর থেকে বহুদূর || পররাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার জীবনের সকল সঞ্চয় দিতে চেয়েছিল পদ্মা সেতুর জন্য!! || মসজিদে ”আপত্তিকর অবস্থায়” প্রেমিকাসহ ইমাম আটক || বালাগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন ও বীজ বিতরণ করলেন এমপি সামাদ চৌধুরী ||

শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের টানা ১যুগ পূর্তিতে শফিক চৌধুরীর দো’আ মাহফিল

 প্রকাশিত: ০৭, জানুয়ারি - ২০২১ - ১০:০০:৫৯ PM

আওয়ামী লীগ সরকারের টানা ১যুগ পূর্তিতে শফিক চৌধুরীর মিলাদ ও দোয়া মাহফিল

 

কূল ডেস্ক :: বঙ্গবন্ধু তনয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফল নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পুর্তিতে শেখ হাসিনা’র সু-স্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে বুধবার (৬ জানুয়ারি) টিলাগড়স্থ তার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজক শফিকুর রহমান চৌধুরীসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা ছমর উদ্দিন মানিক, এটিএম বদরুল ইসলাম, এডভোকেট আব্দুল হাই, সিদ্দেক আলী, হাফিজ মাওলানা আলীম উদ্দিন, মুজিবুল হক জাবেদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, ফয়সল মেম্বার, জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাকির নুর চৌধুরী, এমদাদুল হক উবেদ, লোকমান আহমদ তালুকদার, ফাহিম আহমদ, ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্রফ  উদ্দিন সৌরভ, ছাত্রলীগ নেতা রিয়াজ, সামাদ, গোলাম কিবরিয়া, জগলু, জামাল মিয়া, আসাদুজ্জামান আসাদ, সায়নাল তালুকদার, আরিফুর রহমান, তাহমিদ হক প্রমুখ।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top