বালাগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত:
০৫, জানুয়ারি - ২০২১ - ১২:২৯:৫৮ AM
নিজস্ব প্রতিবেদক : বালাগঞ্জে বাংলাদেশের বৃহত্তর ও প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ সরকারী কলেজ শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ র্যালী, পথ সভা ও কেক কাটা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে বেলা ১১টায় শুরু হয় আনন্দ র্যালী। র্যালীটি বালাগঞ্জ সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে বাদ যোহর বালাগঞ্জ এম. এ খান অডিটোরিয়াম প্রাঙনে এসে পথসভা ও কেক কাটা অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মো. জুনেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, যুবলীগ নেতা মো. মজনু মিয়া, বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ হোসেন মাছুম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ ও বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়।
আনন্দ র্যালী ও পথ সভায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।