Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৪ শ্রাবণ ১৪২৮, ১৭ জ্বিলহজ্জ ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা || প্রতিষ্ঠাবার্ষিকীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল || বালাগঞ্জে করোনায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মৃত্যু || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ অব্যাহত || বালাগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে- কওছর আহমদ || বালাগঞ্জে বনগাঁও মাদ্রাসায় মতিউর রহমান শাহীনের অনুদান প্রদান || বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত || বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ || উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : হাবিব ||

দূর থেকে বহুদূর

-সুফিয়া জমির ডেইজী

 প্রকাশিত: ১৬, ডিসেম্বর - ২০২০ - ০৪:০২:২০ PM

দূর থেকে বহুদূর
-সুফিয়া জমির ডেইজী

জীবনের হাসি কান্নায় দৃশ্যের পর দৃশ্য
অসংখ্য বার ধু-ধু বালুর মতো জীবনের স্মৃতিরা পোড়ান্তরি মনটাকে কাঁদায়
কখনো যেন কাঁদতে পারি না, নীরব হয়ে যাই
নিবিড়-নিমগ্ন নীরবতায়
গতকাল নিজের অজস্র উদাহরণ জানতে
কেন যে কেউ একজন ডেকে নিলো?
শুধু কথা শুনলাম, কিন্তু সে ছিলো দাম্ভিক,
তার দাম্ভিকতার জবাব দিতে পারি নি-
পারি নি, তার মতো বিষাদি হয়ে
অন্যকে অযথা ভাবাতে
কসমের এই কলিজায় সময়ের মাফ চাই।
কেউ-কেউ নিজেকে নিজে নিজেই অনেক বড়ো ভাবতে শিখেছে
আবার কেউ-কেউ নিজেকে অনেক সাধারণ ভাবতে পারে,
তার স্বাভাবিকতা শিক্ষণীয়
কেউ-কেউ কাউকে ডেকে নিয়ে অপমান করে অখচ, অপমান নয় জীবনের প্রতি তার ক্ষোভ মানুষের ক্ষোভটা এমনিই হয়তো হতে পারে।

বলতে পারবো না- কতোকাল হাসিমাখা সুখজলে একবারও সাঁতার কাটতে পারি নি-
তবু; জোনাকি জ্বলা প্রদীপে সুখের নীড়ে
দেখি এক টুকরো হৃদয়ের ভেতরে
দু'চোখের বিষণ্ণতায় এতোটা পথ হেঁটে এসেছি
চাঁদ জেগে ওঠা আলোতে ভেসে আসে
ফিসফিস কথামালার মোহনাগুলো
স্মৃতিকাতরতা দেখি না- অধীর কোনো আগ্রহে, সুখনীয়তাকে একবার দেখতে বড্ড সাধ জাগে
বুকের গভীরে ব্যথাময় ব্যথাগুলো জ্বলে
শিউরে ওঠে তাবৎ পৃথিবীর গানের প্রাণ।

স্মৃতির মনিটরে কী বলবো?
সেই কথা, জন্ম শহরে ভাঙা হই, পোড়া হই
হই বিধ্বস্ত নেপালের মতো ধংসস্তুপ
হই সুগন্ধি মনের আঁচলে সুখ চাহনির ঘাট
এমনই একাকি পথ ধরে হেঁটে যাই
দূর থেকে বহুদূর হেঁটে যাই দূরান্তর
যতোদূর চোখ যায় ততোদূর জীবন স্মৃতির
তপ্ত বালুচর।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top