
প্রকাশিত: ০৪, নভেম্বর - ২০২০ - ০৬:০৩:২৯ PM
কূল ডেস্ক :: বাজারে কেনাকাটা সারছিলেন এক দল মহিলা। বাজারে ভালোই ভিড় ছিল। ১৯ বছরের এক যুবতী সেখানে উপস্থিত কোনো এক মহিলাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন। এতেই ক্ষেপে গিয়ে ওই মহিলারা বাজারের মধ্যেই মারধর করতে থাকেন যুবতীকে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভারতের উত্তরপ্রদেশের এটায় বাবুগঞ্জ বাজারে করবা চৌথ উপলক্ষে মহিলাদের ভিড় ছিল ভালোই।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জামা পরিহিত ওই যুবতীকে মারছেন বেশ কয়েকজন মহিলা। কেউ তার চুলের মুঠি ধরেছেন, কেউ মারছেন চড়। পরে এক মহিলা পুলিশকর্মী যুবতীকে উদ্ধার করেন।
এরপর ওই যুবতী ও তাকে মারধর করা মহিলাদের থানায় নিয়ে যাওয়া হয়। তাদের পরিবারের লোক আসে। তারপর কথা বলে দু’পক্ষের মধ্যে বিবাদ মিটিয়ে দেয় পুলিশ। ঘটনার জন্য কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন সেখানকার থানার এক পুলিশ অফিসার।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: প্রকাশ্যে ‘আন্টি’ ডাকায় যুবতীকে পেটালো মহিলারা (ভিডিও)