
প্রকাশিত: ২৩, অক্টোবর - ২০২০ - ০৩:১৪:০১ PM
কূল ডেস্ক: দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন জগন্নাথপুরের মেয়র মিজান
শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুঁট থাকার প্রত্যাশা ব্যক্ত করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর সিলেট হচ্ছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের এক অনন্য উদাহরণ। আমরা যে যেই ধর্মেরই অনুসারী হইনা কেন, এই রাষ্ট্রটা আমাদের সবার।
মেয়র করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান।