প্রকাশিত: ২১, অক্টোবর - ২০২০ - ০৯:১৫:২২ PM
নিজস্ব প্রতিবেদক :: লন্ডন মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক রবিউল আউয়ালের বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় রবিউল আউয়ালের পরিবারের সদস্য ও এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আকষ্মিকভাবে রবিউল আউয়ালের বাসায় হামলা করে। হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে বাসার দরজা-জানালায় ব্যাপক ভাঙচুর করে। হামলার খবর পেয়ে বালাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে জয়বাংলা শ্লোগান দেয়। রবিউল আউয়াল দেশে আসলে তাকে খুন-গুম করার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
রবিউল আউয়ালের পরিবারের সদস্যরা জানান, পুলিশকে ঘটনাটি জানানোর পরও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। হামলাকারীরা রবিউল আউয়ালকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে আমরা জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজি আতাউর রহমান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি রবিউল আউয়াল তারেক রহমানের নির্দেশে লন্ডন মহানগর যুবদলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে তার বাসায় হামলা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।