
সভাপতি-লুৎফুর, সাধারণ সম্পাদক-ইমরান
প্রকাশিত: ১৬, অক্টোবর - ২০২০ - ০৪:১১:৪৫ PM
কূল ডেস্ক : বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারদান মাছুম ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ হাদী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ১ বছরের জন্য গঠিত কমিটিতে লুৎফুর রহমানকে সভাপতি ও হাবিবুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলবাব খাঁন, সহ-সভাপতি হামদান আহমদ, শরিফুল ইসলাম সৌরভ, ইমতিয়াজ সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ইমন, আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, শরীফ উদ্দিন নাসিম, রাজু আহমদ, দপ্তর সম্পাদক মারুফ আহমদ ও প্রচার সম্পাদক আফজাল হোসাইন।
উল্লেখ্য অনুমোদিত পত্রে আগামী ১ মাসের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।