Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭, ৮ রবি-উস-সানি ১৪৪২

বালাগঞ্জ ছাত্রদলের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১২, অক্টোবর - ২০২০ - ০৮:৩৯:১৬ PM


 
নিজস্ব প্রতিবেদক :: নবগঠিত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বোয়ালজুড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল মিয়া’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম, শেখ জাহিদ হাসান, ফুজায়েল খান সাজু, কবির আহমদ, নাজমুল ইসলাম, আজিজুর রহমান ও সদস্য রুমেল আলম, হুমায়ুন আহমদ, রাজিমুল এহসান রুজেল, বদরুল আলম, আব্দুল ওয়াহহাব কাওসার, রায়হান আহমদ, আব্দুল মুহিত আলী মেরাজ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রদলের সদস্য শেখ রোমেল আলম।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এসময় সিলেট বিএনপির প্রয়াত বর্ষীয়ান নেতা এম এ হক, স্থানীয় বিএনপি নেতা প্রয়াত গেদাই মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সায়েম আহমদ সোহেলকে স্মরণ করে দাঁড়িয়ে ১ মিনিটি নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।
এছাড়াও সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।
 

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top