Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮, ৫ রমাদান​ ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে কৃষকদের মধ্যে আউশের বীজ ও সার বিতরণ || বালাগঞ্জে করোনা এবং রমজান মাস উপলক্ষে শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী উপহার || বালাগঞ্জে হাবিবুর রহমান হাবিব’র ত্রাণ বিতরণ || বালাগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে “স্মরণ সভা“ অনুষ্ঠিত || বালাগঞ্জ সরকারি কলেজে গণহত্যা দিবস পালন || শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, যা বললেন বিশিষ্টজনেরা || বালাগঞ্জ উপজেলা বিএনপি’র ৬টি ইউনিয়ন কমিটির অনুমোদন || পূবালী ব্যাংক বালাগঞ্জ শাখার গ্রাহকদের জন্য সু-খবর || ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাবে না আগের বিদ্রোহী ও তাদের সমর্থক! || বালাগঞ্জে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও আমান ||

স্কুল ভিত্তিক ইংরেজি গ্রামার বিষয়ে মেধা যাচাই পরীক্ষা

 প্রকাশিত: ২১, ডিসেম্বর - ২০১৯ - ০৭:৪৮:২১ PM

কূল ডেস্ক : শ্রীমঙ্গলে স্কুল ভিত্তিক ইংরেজি গ্রামার বিষয়ে মেধা যাচাই পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সমাজ প্রগতি সংস্থার উদ্যোগে ও প্লাটফরম ফর ডায়লগ প্রকল্প ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে ক, খ ও গ তিন গ্রপে ৩য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেধা মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়। তিন গ্রপে ১ম, ২য় ও ৩য় মেধা তালিকায় ৯জনকে পুরস্কার দেয়া হয়। এবং ২৪ জনকে শান্তনা পুরস্কার দেয়া হয়।

প্লাটফরম ফর ডায়লগ প্রকল্প, ব্রিটিশ কাউন্সিলের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী আকলিমা চৌধুরীর সভাপতিত্বে ও সমাজ প্রগতি সংস্থার সভাপতি আবু নাছিরের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোঃ ফারুক আহমেদ, সাবেক মেম্বার আবু তাহের, বিষামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহির মিয়া কনা, সমাজ প্রগতি সংস্থার সহ সভাপতি ইসহাক ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ সামছু মিয়া, সাংবাদিক মোঃ আব্দুস শুকুর, তোফায়েল পাপ্পুসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top