Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭, ২ জুমাদিউস-সানি ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে জামালপুর ক্রীড়া সংস্থার কম্বল ও অনুদান প্রদান || আলাপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন'র গৃহ উপহার || বনগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল সম্পন্ন || বালাগঞ্জে আজিজপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধন || বালাগঞ্জে রেজওয়ান আলী কয়েছ ফাউন্ডেশন’র চাল বিতরণ || ওসমানীনগরে আজম আলী ট্রাস্ট’র ভাতা ও অনুদান বিতরণ || বালাগঞ্জে অন্ধ হাফিজ’কে ৫০ হাজার টাকা অনুদান প্রদান || রাজনগরের ফতেপুরে আ.লীগ নেতা রাখাল চন্দ্র দাশের জন্মদিন পালন || শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের টানা ১যুগ পূর্তিতে শফিক চৌধুরীর দো’আ মাহফিল || বালাগঞ্জের মাহবুবুল আলম চৌধুরীকে ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল প্রদান ||

সুনামগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত

 প্রকাশিত: ২১, ডিসেম্বর - ২০১৯ - ০৭:৫৫:০৫ PM

কূল ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত। নিহত শশুড় এর নাম সৈইফ উদ্দিন(৬০)। তিনি রাজনপুর গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক পূত্রবধূ সোহেনা বেগম(২২) কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, নিহতের ছেলে শফিকু নূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই জা’দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এরই অংশ হিসাবে গত রাতে জা' দের ঝগড়া হয়েছিল। আজ সকালে ঘাতক সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা চেষ্টাকালে শশুড় সৈইফ উদ্দিন পূত্রবধূকে বাচাঁনো জন্য এগিয়ে যান। এ সময় পুত্রবধূ সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শশুড়ের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোয়ারা বাজার থানার এস আই সজীব দত্ত, ও এস আই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত এস আই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top