Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭, ২ জুমাদিউস-সানি ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে জামালপুর ক্রীড়া সংস্থার কম্বল ও অনুদান প্রদান || আলাপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন'র গৃহ উপহার || বনগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল সম্পন্ন || বালাগঞ্জে আজিজপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধন || বালাগঞ্জে রেজওয়ান আলী কয়েছ ফাউন্ডেশন’র চাল বিতরণ || ওসমানীনগরে আজম আলী ট্রাস্ট’র ভাতা ও অনুদান বিতরণ || বালাগঞ্জে অন্ধ হাফিজ’কে ৫০ হাজার টাকা অনুদান প্রদান || রাজনগরের ফতেপুরে আ.লীগ নেতা রাখাল চন্দ্র দাশের জন্মদিন পালন || শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের টানা ১যুগ পূর্তিতে শফিক চৌধুরীর দো’আ মাহফিল || বালাগঞ্জের মাহবুবুল আলম চৌধুরীকে ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল প্রদান ||

স্কুল ভিত্তিক ইংরেজি গ্রামার বিষয়ে মেধা যাচাই পরীক্ষা

 প্রকাশিত: ২১, ডিসেম্বর - ২০১৯ - ০৭:৪৮:২১ PM

কূল ডেস্ক : শ্রীমঙ্গলে স্কুল ভিত্তিক ইংরেজি গ্রামার বিষয়ে মেধা যাচাই পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সমাজ প্রগতি সংস্থার উদ্যোগে ও প্লাটফরম ফর ডায়লগ প্রকল্প ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে ক, খ ও গ তিন গ্রপে ৩য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেধা মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়। তিন গ্রপে ১ম, ২য় ও ৩য় মেধা তালিকায় ৯জনকে পুরস্কার দেয়া হয়। এবং ২৪ জনকে শান্তনা পুরস্কার দেয়া হয়।

প্লাটফরম ফর ডায়লগ প্রকল্প, ব্রিটিশ কাউন্সিলের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী আকলিমা চৌধুরীর সভাপতিত্বে ও সমাজ প্রগতি সংস্থার সভাপতি আবু নাছিরের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোঃ ফারুক আহমেদ, সাবেক মেম্বার আবু তাহের, বিষামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহির মিয়া কনা, সমাজ প্রগতি সংস্থার সহ সভাপতি ইসহাক ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ সামছু মিয়া, সাংবাদিক মোঃ আব্দুস শুকুর, তোফায়েল পাপ্পুসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top