Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৪ শ্রাবণ ১৪২৮, ১৭ জ্বিলহজ্জ ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা || প্রতিষ্ঠাবার্ষিকীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল || বালাগঞ্জে করোনায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মৃত্যু || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ অব্যাহত || বালাগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে- কওছর আহমদ || বালাগঞ্জে বনগাঁও মাদ্রাসায় মতিউর রহমান শাহীনের অনুদান প্রদান || বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত || বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত || নৌকায় ভোট চেয়ে বালাগঞ্জে মতিউর রহমান শাহীনের গণসংযোগ || উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : হাবিব ||

নন্দিতাসহ ১৮ সিনেমা হলে চলবে ‘ন ডরাই’

 প্রকাশিত: ১৯, ডিসেম্বর - ২০১৯ - ০১:৩২:০৭ PM

বিনোদন ডেস্ক : সমুদ্রের ঢেউ তরঙ্গে সার্ফ বোর্ডে ভেসে বেড়ানো এক বাঙালি নারীর জীবনের সত্য গল্প নিয়ে নির্মিত হয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’।

সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৯ নভেম্বর। দেশে সার্ফিং নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ হলো।

তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে প্রথম বড় পর্দায় হাজির হয়েছেন। মুক্তির পর থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে সিনেমাটি নিয়ে।

মুক্তির তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে পা রাখতে চলেছে ছবিটি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, চতুর্থ সপ্তাহে দেশের ১৮টি সিনেমা হলে চলবে ‘ন ডরাই’।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা সিনেমা হলে চলবে ছবিটি। এছাড়া ঢাকার বাইরে সাভারের সেনা অডিটেরিয়াম, নারায়ণগঞ্জের সিনে স্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিপি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবানী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন সিনেমা হলে চলবে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক মাহবুব রহমান রুহেল বলেন, ‘ছবির গল্প, নির্মাণশৈলী, চিত্রায়নসহ সবকিছুতে অভিনবত্বের ছাপ রাখার প্রয়াস ছিল আমাদের। সাহসী নারীর গল্পের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে আকর্ষণীয় রূপে পর্দায় উপস্থাপন করতে চেয়েছি। ছবি মুক্তির পর থেকে এ যাবৎ দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমার চেষ্টা অনেকখানি সার্থক বলে মনে করি।’ সূত্র : জাগো নিউজ।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top