
প্রকাশিত: ১৯, ডিসেম্বর - ২০১৯ - ০১:২৯:১২ PM
কূল ডেস্ক : সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বাগবাড়ী এলাকার ব্রাক অফিস সংলগ্ন কালনী নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল তিনটায় এ লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, নদীতে আনুমানিক ২ বছর বয়সী এক শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, দিরাই বাজারের এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) মহিলার একটি শিশু সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। লাশটি ওই মানসিক ভারসাম্যহীন মহিলার শিশু বলেই ধারণা করছেন তারা।