
প্রকাশিত: ১৮, ডিসেম্বর - ২০১৯ - ০৪:০৮:১০ PM
কূল ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে একটি গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত এলাইছ মিয়া (৫২) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
নিহত এলাইছ মিয়া দিরাইয়ের কালধর গ্রামের আবদুল ওয়াহিদ লেদু মিয়ার ছেলে।
এর আগে গত রোববার ঘটনার দিন আমির উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে সংঘর্ষে হতাহতের ঘটনায় নিহত আমির উদ্দিনের ভাই কুতুব উদ্দিন বাদি হয়ে প্রতিপক্ষ ফারুক মিয়াকে প্রধান আসামী করে ৩১ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দিয়েছেন।
গুলিবিদ্ধ এলাইছ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোর্শেদ চৌধুরী ফাত্তাহ জানান, ঘটনার দিন আটক বন্দুকধারী মৃত আবদুল আলীর ছেলে ফারক মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।