Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮, ১০ জ্বিলক্বদ ১৪৪২

শিরোনাম :

ফিরোজা বাগ মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার

 প্রকাশিত: ১৪, ডিসেম্বর - ২০১৯ - ০৭:২৮:২০ PM

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ উপজেলাস্থ ঐহিত্যবাহী জামেয়া ইসলামিয়া ফিরোজা বাগ বালাগঞ্জ মাদ্রাসায় ৪৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার(১৫ডিসেম্বর) জামেয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'র কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজ মাও: মুসলেহ উদ্দীন রাজু।

বার্ষিক মাহফিলে ওয়াজ পেশ করবেন, শায়খুল হাদিস হযরত মাও: মাসউদ আহমদ(বাঘার হুজুর), হযরত মাও. মুখলিছুর রহমান (কিয়ামপুরী) হযরত মাও. রশিদুর রহমান ফারুক পীর সাহেব (বরুনা), হযরত মাও. আব্দুল মতিন (ধনপুরী) হযরত মাও: আব্দুর রহমান (গহরপুর), হযরত মাও: তাফাজ্জুল হক আজিজ (ঢাকা), হযরত মাও: সৈয়দ আলী আজগর (বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান), হযরত মাও: মুজাহিদুল ইসলাম (শ্রীমঙ্গলী), হযরত মাও: আব্দুর রহিম জিহাদী, হযরত মাও: জাকারিয়া আহমেদ জাবের (সিলেট), হযরত মাও: হিফজুর রহমান হেলালী, হযরত মাও: আব্দুল আজিজ সিরাজী। এছাড়াও উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও উপজেলার স্থানীয় আলেমরা আলোচনা করবেন।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top