Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮, ৫ রমাদান​ ১৪৪২

শিরোনাম :
বালাগঞ্জে কৃষকদের মধ্যে আউশের বীজ ও সার বিতরণ || বালাগঞ্জে করোনা এবং রমজান মাস উপলক্ষে শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী উপহার || বালাগঞ্জে হাবিবুর রহমান হাবিব’র ত্রাণ বিতরণ || বালাগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে “স্মরণ সভা“ অনুষ্ঠিত || বালাগঞ্জ সরকারি কলেজে গণহত্যা দিবস পালন || শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, যা বললেন বিশিষ্টজনেরা || বালাগঞ্জ উপজেলা বিএনপি’র ৬টি ইউনিয়ন কমিটির অনুমোদন || পূবালী ব্যাংক বালাগঞ্জ শাখার গ্রাহকদের জন্য সু-খবর || ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাবে না আগের বিদ্রোহী ও তাদের সমর্থক! || বালাগঞ্জে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও আমান ||

নতুন ব্যবসা শুরু করলেন অপু বিশ্বাস, কিন্তু কেন?

 প্রকাশিত: ১০, ডিসেম্বর - ২০১৯ - ০৬:৩৭:৪১ PM

 

ঢাকাই সি‌নেমার জন‌প্রিয় না‌য়িকা অপু বিশ্বাস। নায়িকার পাশাপাশি এবার নতুন এক পরিচয় যুক্ত হলো তার নামের পাশে। এবার 'এ‌পি‌জে ফ্লোর' না‌মে নিজের নতুন একটি প্র‌তিষ্ঠান খুলেছেন তিনি।

সে‌ামবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার প‌রে এ‌পি‌জে ফ্লো‌রের শুভ উ‌দ্বোধন ক‌রে‌ন জন‌প্রিয় অ‌ভি‌নেতা আহ‌মেদ শরীফ। রাজধানীর নিকেত‌নের ৩ নম্বর রোড বি ব্লক, ৫৮ নম্বর বাড়িতে অপুর নতুন এই প্রতিষ্ঠান।

নিজে সমস্যায় পড়েই ব্যবসার চিন্তা মাথায় আসে অপুর। এ বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য আমার নাচের গ্রুমিং করার প্রয়োজন ছিল। কোথাও জায়গা না পেয়ে শেষে কোরিওগ্রাফার আমার বাসায় চলে আসেন। সারা দিন আমরা বাসায় প্র্যাকটিস করেছি। তবে বাসায় আমার ছেলে আছে, মা আছে। বাসায় থাকলে ছেলে সব সময় আমার পাশে থাকে। যে কারণে ঠিকমতো প্র্যাকটিস করতে সমস্যা হয়। তখন আমার মাথায় এমন একটি ব্যবসার চিন্তা মাথায় আসে। আমার মনে হয়েছে, এমন অনেকেই হয়তো স্থানের অভাবে নিজের ব্যবসা করতে পারছেন না। তাঁদের জন্য কিছু একটা করা উচিত, কারণ আজকের তরুণই আগামীর বাংলাদেশ।

অপু বিশ্বাস আরও বলেন, স্কুল-কলেজের অনেক ছাত্রী আছেন, যারা ঘরোয়াভাবে বিউটি পারলার চালাচ্ছেন। তবে নিজের স্পেস না থাকায় হয়তো কনে সাজানোর কাজটিও নিতে পারছেন না। আবার অনেক ফটোগ্রাফার আছেন, যারা ফটো স্টুডিওর অভাবে ইনডোর ফটোশুট করতে পারছেন না বা অর্থ বেশি হওয়ায় ফটো স্টুডিও ভাড়া করতে পারছেন না। ড্যান্স ফ্লোর না থাকায় আমাদের মতো অনেকেরই গ্রুমিং করাতে সমস্যা হয়। আমাদের এখানে ন্যূনতম অর্থের বিনিময়ে এই সেবা নিতে পারবেন যে কেউ।

এদিকে অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র 'শশুর বাড়ি জিন্দাবাদ টু' ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্রটিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top