Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮, ১৩ সফর​ ১৪৪৩

শিরোনাম :
প্রিয় নেত্রীর সাথে মন উজাড় করে কথা বলেছি- এমপি হাবিব || দল শক্তিশালী করতে এমপিদের সাংগঠনিক দায়িত্বে লাগাম টানার ইঙ্গিত || আ.লীগের ২০ নেতাকে ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা || বাফুফের রেফারি হলেন বালাগঞ্জের ফুটবলার আঞ্জব || শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান পদে কে হচ্ছেন নৌকা এর মাঝি? || সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপিকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || শফিক চৌধুরীকে মতিউর রহমান শাহীনের অভিনন্দন || সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গল বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ || সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে শফিক চৌধুরী || সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিব বিপুল ভোটে বিজয়ী ||

সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ

 প্রকাশিত: ০৭, সেপ্টেম্বর - ২০১৯ - ১১:০৪:১২ PM

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে আগের রেকর্ড ভেঙে গিনেস বুকে বাংলাদেশের নাম লেখাবে বিজিএমই।

শনিবার বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক গণমাধ্যমকে জানান, আইএলও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বিজিএমইএকে সূতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর পরই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙ্গিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্থের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করে।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম জানান, সুতি বস্ত্র ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘ্যের এবং ২৫০ ফুট প্রস্থের টি-শার্ট সেলাইয়ের দায়িত্বভার পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।

তিনি আরও জানান, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলেও জানান বিজিএমইএ পরিচালক।

 

সৌজন্যে : পূর্বপশ্চিমবিডি

আপনার মন্তব্য

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top