Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

ছাতকে "গ্রীন গোবিন্দগঞ্জ" নামীয় ওয়েবসাইটের উদ্ভোধন

 প্রকাশিত: ৩১, জুলাই - ২০২০ - ০৪:৫৩:৪৭ PM

No description available.
 
ছাতক সংবাদ দাতা :: ছাতকের গোবিন্দগঞ্জে "গ্রীন গোবিন্দগঞ্জ" নামের একটি ওয়েবসাইটের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২০) সবুজ অর্থনীতি ভিত্তিক সামাজিক এ ব্যবসায়িক প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
উদ্ভোধন করেন সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক । পরিচালনা করেন অনুষ্ঠানে'র সমন্বয়ক গ্রীণ গোবিন্দগঞ্জ এর সদস্য মুঞ্জুর আলম। এ সময় উপস্থিত ছিলেন- গ্রীণ গোবিন্দগঞ্জ পরিচালনা পরিষদের সদস্য, বিষু দে, হাসান বিরহাম, আবদুল্লাহ আল মোমিন, সুদীপ দাস, বারীন্দ্র দেবনাথ, সাদিকুর রহমান, প্রিতম দাশ সৌরভ, টি,এস তাসনিম, আতাউর রহমান সোহাগ, ছমির আলী। গ্রীণ গোবিন্দগঞ্জের স্বপ্নদ্রষ্টা প্রবাসী আবু মারফ, প্রবাসী কামাল আহমেদ এবং চৌধুরী আবু সাদাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হয়েছে, তারই বাস্তব প্রমান "গ্রীন গোবিন্দগঞ্জ " এর এই অফিসিয়াল ওয়েবসাইটের উদ্ভোধন অনুষ্ঠান। তিনি বলেন, গোবিন্দগঞ্জ এর স্থানীয় উদ্যোক্তারা, তরুন সমাজকর্মীরা গ্রীন গোবিন্দগঞ্জ নামক যে সামাজিক ব্যবসায়িক সংগঠনটি সৃষ্টি করলেন, এর মাধ্যমে গোবিন্দগঞ্জ তথা বৃহত্তর ছাতকের আমার প্রানপ্রিয় জনগন উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। এমন একটি উদ্যোগ গ্রহনের জন্য গ্রীন গোবিন্দগঞ্জের সাথে সম্পৃক্ত সকল প্রবাসী ও সকল সদস্যদের ভুয়সী প্রশংসা করেন তিনি। তিনি এই ব্যাবসায়িক অনলাইন সংগঠনটি একদিন প্রসার লাভ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
 
"গ্রীন গোবিন্দগঞ্জ" নামের ওয়েবসাইট www.greengobindaganj.com
Top