Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

বালাগঞ্জে আনহার মিয়া’র রোগমুক্তি কামনায় একাধিক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশিত: ৩১, জুলাই - ২০২০ - ০৪:৩০:০১ PM

No description available.
 
 
বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া'র সুস্হতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
শুক্রবার জুম্মা নামাজের পর দারুল উলুম সোনাপুর রুপাপুর ও কালীবাড়ি বাজারের মসজিদে সিলেট জেলা তাঁতী লীগের সদস্য গিলমান আহমদ, বোয়ালজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ ও ছাত্রলীগ নেতা অলি আহমদ সুমনের উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার ও কালীবাড়ি বাজারের ইমাম মাওঃ নোমান আহমদ।
এছাড়াও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে-মসজিদে দোয়া ও মন্দিরে-মন্দিরে প্রার্থনা সভা্র আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২জুলাই অফিসে কর্মরত অবস্থায় নিম্নরক্তচাপে আক্রান্ত হন আনহার মিয়া স্হানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে উপযুক্ত ফলাফল না পাওয়ায় ২৫ জুলাই সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।
Top