Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

 প্রকাশিত: ৩১, জুলাই - ২০২০ - ১২:২৯:০১ PM

osmaninagor_2

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার লামা তাজপুরের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পবিারের দুই শিশুসহ চার জন ও কার চালক রয়েছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামচর গ্রামে বলে জানা গেছে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Top