Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭, ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

 প্রকাশিত: ০৭, জুলাই - ২০২০ - ১১:৪৭:৪৩ PM

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলাবার ( জুলাই) তিনি নিজেই ব্রাজিলিয়ান টিভিকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন,সোমবার (৬ জুলাই) করোনা টেস্ট করার পর আমার পজিটিভ আসে।সবাই জানত যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশে আগে বা পরেকরোনা পৌঁছে যাবে। এটি আমার জন্য পজিটিভ ছিল।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দেশটির অবস্থান। অর্থাৎ বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬৫ হাজার ৬৩১ জন।

Top