Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭, ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

যাত্রা শুরু করলো বীরমুক্তিযোদ্ধা নেছাওর আহমদ মাস্টার ফাউন্ডেশন

 প্রকাশিত: ০৩, জুলাই - ২০২০ - ০৬:১৯:৫০ PM

কূল ডেস্ক ::
অবিভক্ত বালাগঞ্জের কৃতি সন্তান, বর্তমান ওসমানীনগর উপজেলার দয়ামীর নিবাসী, সমাজসেবী ও শিক্ষানুরাগী, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের লড়াকু সৈনিক, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত, প্রাক্তন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মরহুম নেছাওর আহমদ মাস্টার স্মরণে এবং সমাজের আর্থ-পীড়িত মানুষের কল্যাণে তার পরিবারের উদ্যোগে ‘মানবতার জয়গানে, মুক্তির টানে’ শ্লোগানকে সামনে রেখে “বীরমুক্তিযোদ্ধা নেছাওর আহমদ মাষ্টার ফাউন্ডেশন”র যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ওসমানীনগর উপজেলার দয়ামীর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

 

“বীরমুক্তিযোদ্ধা নেছাওর আহমদ মাষ্টার ফাউন্ডেশন”র চেয়ারম্যান হিসেবে রয়েছেন মরহুম নেছাওর আহমদ মাষ্টারের পুত্র, সিলেট ল’ কলেজের অধ্যাপক, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি, জনপ্রিয় অনলাইন পত্রিকা ভোরের সিলেট ডট কমের প্রকাশক, লেখক ও রাজনীতিবিদ এডভোকেট শুয়েব আহমদ।
ফাউন্ডেশনের সদস্য সচিব হিসেবে রয়েছেন মরহুমের পুত্র শিব্বির আহমদ। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন মরহুমের পুত্র সিদ্দিক আহমদ। সদস্য হিসেবে রয়েছেন মরহুমের পুত্র ঢাকা স্কয়ার হাসপাতালের রেজিষ্টার ডা. এমদাদ আহমদ, মরহুমের কন্যা ফারজানা আক্তার রিমা, নাদিরা সুলতানা সুমা, ভাতিজা জুবায়ের আহমদ শাহিন ভিপি, ফরুক আহমদ, রইছ আলী ভূট্রো, আকরাম আহমদ, লুৎফুর রহমান, মো. নাবিল আহমদ, পুত্রবধূ জোসনা বেগম, রুবিনা বেগম, হাফসা আহমদ, রায়হানা খান, জামাতা আবু সাঈদ চৌধুরী ও সাহেদ আহমদ।

ফাউন্ডেশনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা নেছাওর আহমদ মাষ্টারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ছানাওর আহমদ মাষ্টার, মরহুমের সমন্ধী হাজী মহসিন আলী, মরহুমের সহধর্মিণী রকিবা বেগম, মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজী সিরাজ আলী।

Top