Diclearation Shil No : 127/12
সিলেট, শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭, ১৮ জ্বিলক্বদ ১৪৪১

ওসমানীনগরে প্রবাসীসহ ৪ জন করোনায় আক্রান্ত

 প্রকাশিত: ২৭, জুন - ২০২০ - ০৮:০৪:৪৩ PM

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে একই পরিবারের আমেরিকা প্রবাসী তিন ভাইসহ নতুন করে ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত এই চারজন নিয়ে ওসমানীনগরে মোট ৩৭জন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো।

নতুন আক্রান্তরা হচ্ছেন, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া চানপুর গ্রামের আমেরিকা প্রবাসী সেলিম আব্দুল মুকিদ, মুমিন আব্দুল, মোহিত আব্দুল ও কাজির গাঁওয়ের ও ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সদস্য সসচিব সালা উদ্দিন সালাই।

জানা যায় , আক্রান্ত প্রবাসী তিন ভাই গত মার্চ মাসে আমেরিকা থেকে দেশে আসেন। আমেরিকায় যাওয়ার জন্য নমুনা দিলে গতকাল শুক্রবার তাদের করোনা পজেটিভ আসে।

ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top