Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭, ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

সদ্য প্রয়াত কামরানকে নিয়ে স্মৃতিচারণ-

 প্রকাশিত: ২১, জুন - ২০২০ - ০৮:৪১:২১ PM

No description available.
 
আর কোন সভা বা অনুষ্ঠানে কোন উপস্থাপক ঘোষনা করতে পারবেন না এই নামটি!
বদর উদ্দিন আহমদ কামরান যেখানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি, সেই সভার সঞ্চালক যিনি তিনি বদর উদ্দিন আহমদ কামরানের বক্তব্যের আগে অনেক বিশেষণে বিশেষায়িত করে নাম ঘোষনা করতে হতো। কারন উনার নামের আগে বলার ছিলো অনেক।
আমার সৌভাগ্য হয়েছে কামরান ভাই প্রধান অতিথি এরকম বেশ কয়েকটি সভা আমি সঞ্চালনা করি। ২০০২ সালে উনি যখন পৌরসভার চেয়ারম্যান থেকে সিসিকের প্রথম ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পান তার ঠিক দুই দিন পরেই আমাদের কদমতলী প্রাইমারী স্কুলে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সেইদিন'ই প্রথম কামরান ভাই প্রধান অতিথি এইরকম অনুষ্ঠান আমি সঞ্চালনা করি।
সর্বশেষ বিগত সিটি নির্বাচনে আমাদের ২৬নং ওয়ার্ডে কয়েকটি নির্বাচনী জনসভা হয় কামরান ভাইয়ের উপস্থিতিতে।তার মধ্যে ২টি জনসভাই আমি সঞ্চালনা করি।
যে কোন সভামঞ্চে উনি আসন গ্রহণ করার পর পুরো সভাস্থল যেন ঝলমলে হয়ে উঠতো, সভা পরিপূর্ণতা লাভ করতো। আর কোন দিন কোন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পারিবারিক অনুষ্ঠানে দেখা যাবে না জনতার কামরানের সেই হাসিমাখা মুখ। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। বিজ্ঞপ্তি
 
আলমগীর হোসেন
আহবায়ক
সিলেট জেলা তাতী লীগ।
Top