Diclearation Shil No : 127/12
সিলেট, শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭, ১৮ জ্বিলক্বদ ১৪৪১

বলয়গ্রাস সূর্যগ্রহণের দিনে কেঁপে উঠল সিলেট

 প্রকাশিত: ২১, জুন - ২০২০ - ০৭:০২:০১ PM

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল সিলেট

কূল ডেস্ক: সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার বিকাল ৪ টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে রোববারের ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.২। ভারত-মায়নামার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে।

রোববার ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরই ভূমিকম্প অনুভূত হয়।

এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে ভূকম্পনটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top