Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭, ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

গোলাপগঞ্জে মানবতার কল্যাণে নিয়োজিত পল্লী উন্নয়ন সংস্থা

 প্রকাশিত: ০৯, জুন - ২০২০ - ১১:৫৫:৫৩ PM

golapgonj_1

কূল ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত পল্লী উন্নয়ন সংস্থা- R. D. S। দরিদ্র মানুষের কল্যাণে বিগত এক যুগেরও বেশি সময় কাজ করে চলেছে।পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ও কাজ করে যাচ্ছে।এতে সমাজের অনেক বেকার যুবকরা উপকৃত হচ্ছে।

সোমবার (৮ জুন) বেলা ৩টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে এইচ.এম.সেলিম শিশু বিদ্যালয়ের অফিস কক্ষে করোনা মহামারী দুঃসময়ে সদস্যদের দীর্ঘমেয়াদী সঞ্চয় এর জমানো টাকা মেয়াদের পূর্বেই জরুরী সভায় রেজুলেশন করে বিতরণ করা হচ্ছে।

উক্ত বিতরণের সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা রণধীঢ় দেবনাথ, পল্লী উন্নয়ন সংস্থা (R.D.S.) এর পরিচালক ও এইচ. এম. সেলিম শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক এইচ. এম. সেলিম, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক হাবিবুর রহমান, সালমান আহমদ, শাকিল আহমদ সহ সমিতির সঞ্চয় গ্রহণের সদস্যবৃন্দ।

Top