Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

অন্বেষা নাসার গবেষক হতে চায়

 প্রকাশিত: ০১, জুন - ২০২০ - ০৯:৪৬:০০ PM

No description available.
 
 
নিজস্ব প্রতিবেদক :: এসএসসি পরীক্ষা-২০২০ এর শিক্ষার্থী অজস্রীতা দাস অন্বেষা বড় হয়ে নাসার গবেষক হতে চায়।
অন্বেষা এসএসসি পরীক্ষ-২০২০ অংশগ্রহন করে সাধারন গনিত ও উচ্চতর গনিতে ৯৯ নাম্বারসহ ১২০৮ মার্ক পেয়ে হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে এ প্লাস পেয়েছে।
হবিগঞ্জ জেলা শহরের ফার্মেসী ব্যবসায়ী রনেশ কুমার দাস ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রানী দাস’র দুই সন্তানের মধ্যে অন্বেষা ছোট ।
এই ফলাফলের জন্য বাবা মাসহ শিক্ষকদের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার স্বপ্ন বড় হয়ে নাসার গবেষক হবে, সে সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছে।
সে সিলেট জেলা সচিব সমিতির সভাপতি ও সিলেট জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাসের একমাত্র ভাতিজি। রঙ্গেশ কুমার দাস ভাতিজি অন্বেষা স্বপ্ন পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এ বিভাগের​ আরও খবর


Top