Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ০৩ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ৯ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জের বোয়ালজুরে গরীবদের মধ্যে নগদ অর্থ বিতরণ

 প্রকাশিত: ২২, মে - ২০২০ - ০৯:১০:০৭ PM

No description available.
 
 
কূল ডেস্ক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে গরীবদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 
22 মে শুক্রবার বিকালে মোঃ জামাল মিয়া, সজল বৈদ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ও লোকমান মিয়া’র পক্ষ থেকে বোয়ালজুর ইউনিয়নের উসিরপুর, মজলিস পুর, বানিগাঁও, কাদিপুর, একালিমা, সর্বানন্দপুর গ্রামের প্রায় ৮১টি পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা।
 
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, মুনশি খলিল, ব্রাজিল দাস বিপ্লব, মোঃ জুবায়ের মিয়া, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
 
জামাল মিয়া বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের মানুষ কর্মহীন হয়ে ঘরে রয়েছেন। এর মধ্যে ঈদুল ফিতরও আসন্ন। কর্মহীন নিম্ন আয়ের মানুষ যাতে ঈদে সামান্য হলেও তাদের পছন্দের কেনাকাটা করে কমবেশি আনন্দ উপভোগ করতে পারে সেই চিন্তা থেকে ব্যক্তিগত ভাবে আমরা ক’জন মিলে অর্থ বিতরণ করলাম।
Top