Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্টের নগদ আর্থ উপহার

 প্রকাশিত: ২২, মে - ২০২০ - ০৯:৩৯:১০ PM

No description available.
 
 
কূল ডেস্ক :: করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন লোকজনের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক নগদ আর্থ উপহার দেওয়া হয়েছে।
 
21 মে বৃহস্পতি বার বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হাজীপুর গ্রামের যুক্তরাজ্যস্থ তরুন কমিউনিটি নেতা শহিদ আবুল কালাম সেতুর পিত্রালয় শেখ চাঁন ভিলায় করোনাভাইরাস পরিস্থিতিতে স্থানীয় কর্মহীন শ্রমজীবি ও দুস্থ অর্ধ সহস্রাধিক লোকদের মধ্যে নগদ আর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব, সহকারি শিক্ষক শুভ লস্কর, সমাজ কর্মী গোলাম সরওয়ার চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, ট্রাস্টের সদস্য নিশানুল করিম ও শামীম আহমেদ। উপহার প্রদানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় হাজীপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ।
উল্লেখ্য যুক্তরাজ্যস্থ তরুন কমিউনিটি নেতা শহিদ আবুল কালাম সেতুর প্রয়াত পিতা যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ও সমাজ কর্মী এম এ শহীদর স্মরণে পারিবারিক উদ্যোগে ঘটিত শহীদ মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্টা লগ্ন থেকে দারিদ্র বিমোচন, বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহায়তা সহ দুর্যোগ কালিন সময় স্থানীয়দের সহায়তায় গুরুত্ব র্পূণ ভূমিকা রাখছে।
Top