Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

প্রকাশ্যে থাপ্পর মারার প্রতিশোধে খুন

 প্রকাশিত: ০৮, মে - ২০২০ - ১২:৩২:৩৭ AM

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে প্রকাশ্যে থাপ্পর মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে এক যুককে খুন করেছে তার প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (৭মে) রাত ৭টার দিকে পৌর শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু ঝৃষি নামে দুই জনকে গ্রেপ্তার করেছে।

নিহত কানাইঝুষি (২১) মাধবপুর পৌর শহরের গংগা নগর গ্রামের ফটিক ঝৃষির ছেলে ।

জানা গেছে, কয়েকদিন আগে রাম প্রসাদ কথা প্রসঙ্গে কানাইকে পাগল বলে। এতে ক্ষিপ্ত হয়ে রাম প্রসাদকে চড় মেরে বসেন কানাই। এ ঘটনা পরে পারিবারিক ভাবে নিস্পত্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রিজ এলাকায় গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী নিয়ে কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত আহত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

Top