Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জের পূর্ব পৈলনপুরে ধান কেটে দিলো ছাত্রলীগ

 প্রকাশিত: ০১, মে - ২০২০ - ০৪:৩৯:১৮ AM

কূল ডেস্ক:: করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে জমিতে নষ্ট হওয়ার উপক্রম হওয়া ধান কেটে দিয়ে কৃষকদের সহযোগিতা করছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রিন্টু দাসের উদ্দ্যোগে পূর্ব পৈলনপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের দরিদ্র কৃষক বেনু দাসের অর্ধ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেয় ছাত্রলীগ নেতাকর্মী।

ধান কাটায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সবুজ দাস, পার্থ দাস, বেভুল দাস, রিন্টু দাস, রিপু দাস, নিউটন দাস, ভিষন দাসের, অমিত দাস, সুবল দাস, চম্পু দেব, বিভাস দাস, সুদ্বীপ দাস প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ নেতা রিন্টু দাস জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা যে কোন দুর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

Top