Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ০৭ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জে ত্রাণ বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য

 প্রকাশিত: ০৪, এপ্রিল - ২০২০ - ০১:৩৯:৪৬ AM

নিজস্ব প্রতিবেদক:  সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

শুক্রবার সকালে তার ব্যাক্তিগত কোম্পানির পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় আতংকিত না হয়ে করােনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ মেনে চলতে সবার প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, কোনাে অবস্থায় হাট বাজারে অযথা ঘােরাফেরা করা যাবে না। সরকারি নির্দেশনা মেনে চললে করােনা ভাইরাস প্রতিরােধ করা সম্ভব। বর্তমান সরকার অসহায় মানুষের পাশে রয়েছে।

এসময় তার সাথে ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়া সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top