Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ০৭ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

জীবানুনাশক স্প্রে করলো হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা

 প্রকাশিত: ০৩, এপ্রিল - ২০২০ - ০৯:০২:৪৪ PM

নিজস্ব সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জের হাসামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনার জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাবান, স্যাভলন বিতরণ, সচেতনতামূলক ব্যানার টাঙানোসহ জীবাণুনাশক স্প্রে করে সংস্থার সদস্যরা।

জানা যায়, উপজেলার ইলাশপুর বাজার, কালিবাড়ি বাজার, লক্ষিপুর নতুন বাজার, বোয়ালজুর বাজার, দক্ষিণ হাসামপুর সহ বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করে তারা।

এসময় সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তরুন সমাজকর্মি মো. এমদাদ আহমেদ, আকবর আহমেদ, আবু খায়ের, সিজু মিয়া, পিপলু আহমেদ, কামরান খাঁন, মাহিম আহমেদ, মারুফ আহমেদ, দিলোয়ার হোসেন, দিলহার আহমেদ, সানাজ আহমেদ, ছালাম মিয়া প্রমুখ।

সংস্থার এসব কার্যক্রমে আর্থিক সহযোগিতা করছেন, মো. মাসুক মিয়া, মো. কবির মিয়া, মো. আফিজ খাঁন, মো. মাহমুদ হোসেন মাছুম, মো. আজম খাঁন, মো. আরক মিয়া, মো. আমিনুল হক সুমন, মো. মুনসুর আহমেদ, লোকমান আহমেদ, মো. খালেদ মিয়া, মো. বাবুল মিয়া, মো. ছানা মিয়া, মো. সাবুল মিয়া প্রমুখ।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top