Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭, ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

দেশের সর্ববৃহৎ যুব সংসদে মন্ত্রীর ভূমিকায় সিলেটের আজির

 প্রকাশিত: ১৩, ফেব্রুয়ারি - ২০২০ - ০৮:০৮:৪৫ PM

 

কূল ডেস্বক :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পি এস -১, একাধিক মন্ত্রনালয়ের সাবেক সচিব , বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর জনাব নজরুল ইসলাম খান এবং মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক যুব দূত, সার্ক ইয়ুথ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট , কমনওয়েলথ এর কো অর্ডিনেটর জনাব অমিয় প্রাপন চক্রবর্তী কর্তৃক পরিচালিত, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার সদস্য, জাতীয় পুরষ্কার প্রাপ্ত যু্ব শীর্ষ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের (ডি ওয়াই ডি এফ এর) প্রয়াসে আসন্ন ১8 তারিখে রংপুরে আয়োজিত দেশের সর্ব বৃহৎ যুব সংসদে এল .জি . আর. ডি মন্ত্রীর ভূমিকায় থাকবেন এম. সি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা আওয়ামী সেচ্ছা-সেবক লীগের সহ-সভাপতি , ডি ওয়াই ডি এফ এর সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আজির উদ্দিন, ডি ওয়াই ডি এফ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ থেকে এ তথ্য জানানো হয়। জানাগেছে আসন্ন এ যুব সংসদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সহ দেশের শীর্ষ পলিসি মেকার'রা উপস্থিত থাকবেন।

Top