Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭, ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

প্যারিসে লিটল ম্যাগাজিন স্রোত'র পাঠোন্মোচন ও আড্ডা

 প্রকাশিত: ১১, ফেব্রুয়ারি - ২০২০ - ০৫:১৯:২৩ PM

লোকমান আহম্মদ আপন, প্যারিস, ফ্রান্স থেকে

 
ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবার অনুষ্ঠিত হয়েছে লিটলম্যাগাজিন ‘স্রোত’ এর আয়োজনে স্রোত ষষ্ঠ সংখ্যার পাঠোন্মোচন ও সাহিত্য আড্ডা।
 
আলোচনা, কবিতা ও গানেগানে মুখরিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম।
 
এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করে অনুষ্ঠান শুরু হয়।
 
আবৃত্তিশিল্পী সাইফুল ইসলামের উপস্থাপনায় শুরুতেই স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান স্বাগত বক্তব্য দেন। স্রোতের উপর আলোচনা করেন আমিরুল আরহাম, প্রকাশ রায়, আবু জুবায়ের, আরিফ রানা, ফয়সল আইয়ূব, মুহাম্মদ গোলাম মোর্শেদ, আব্দুল্লাহ আল মামুন, ফাহাদ রিপন ও লোকমান আহম্মদ আপন। আলোচকদের কেউ কেউ স্বরোচিত লেখাও পাঠ করেন।
 
পাঠোন্মোচন, আলোচনা ও আবৃত্তি শেষে সংগীত পরিবেশন করেন- কুমকুম সাঈদা, মৌসুমী চক্রবর্তী ও ইসরাত জাহান ফ্লোরা। কীবোর্ডে সহযোগিতা করেন আশিকুজ্জামান, তবলায় অনুভব বড়ুয়া এবং গিটারে ভিকি রায়।
 
সবশেষে ছিলো মনোজ্ঞ আপ্যায়ন। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠান
আড্ডা, আলোচনা, গান, কবিতা ও আপ্যায়নে সন্ধ্যা গড়িয়ে রাত ১০টায় গিয়ে শেষ হয়।

 

Top