Diclearation Shil No : 127/12
সিলেট, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০ ফাল্গুন ১৪২৬, ২৫ জুমাদিউস-সানি ১৪৪১

বুধবার ও বৃহস্পতিবার গ্যাস থাকবে না

 প্রকাশিত: ১১, ফেব্রুয়ারি - ২০২০ - ০৪:১৮:৪৩ PM

Image result for গ্যাস থাকবে না

কূল ডেস্ক :
সিলেট মহানগরী এবং আশপাশের এলাকায় আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। তবে ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এর আওতার বাইরে থাকবে; অর্থাৎ এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে।

Top