Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬, ১১ রবি-উস-সানি ১৪৪১

আয়কর মেলার উদ্বোধন

 প্রকাশিত: ১৪, নভেম্বর - ২০১৯ - ০১:১৯:১৭ PM - Revised Edition: 30th April 2019

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

কর অঞ্চল সিলেটের আয়োজনে বৃহস্পতিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

তিনি বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ আয়কর দিতে প্রস্তুত। বাংলাদেশের মানুষ এখর আর অভাব অনটনে নেই। আগে আয়কর নিয়ে মানুষের মধ্যে সঠিক ধারণা ছিলনা, কিন্তু এখন মানুষ আয়কর সম্পর্কে জানতে পারছে এবং আয়কর দিতে উদ্বুদ্ধ হচ্ছে।

সিলেটের কর কমিশনার রনজিত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইচ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মুনির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজল।

Top