Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬, ২২ রবি-উল-আউয়াল ১৪৪১

বালাগঞ্জে নতুন এমপিও ভুক্ত বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশিত: ০৭, নভেম্বর - ২০১৯ - ০৭:০২:০৫ PM - Revised Edition: 30th April 2019

 

বালাগঞ্জ প্রতিনিধি :: সরকার কর্তৃক এমপিও ভূক্ত হওয়ায় বালাগঞ্জের বড় জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

7 নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. শফিক উদ্দিন। প্রধান শিক্ষক জামাল আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিতি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট’র জয়েণ্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জুয়েল, সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খালেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, প্রবীণ মুরুব্বি হাজী মনোওর খান, আসলম খান, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, তরুন সমাজকর্মী সুহেল বারী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থসম্পাদক এসএম হেলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আজমান আলী, তজমুল আলী, আনোয়ার আলী, হাজী গুলশের আলী, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পংকি, মাহমুদুন নেছা, সুমন চন্দ্র সরকার রায়, সুজন চন্দ্র বণিক, আল আমিন, শুভ লস্কর, শহিদুল হক, মো. আব্দুল খালিক প্রমূখ।

অনুষ্ঠানে বিদ্যালয়টি এমপিও ভূক্ত হওয়ায় স্থানীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী)।

Top