Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৯ শাওয়াল ১৪৪১

ওসমানীনগরে বিদ্যুতের খুঁটি নিয়ে সুমনের লাইভ

 প্রকাশিত: ০২, নভেম্বর - ২০১৯ - ০৫:৪৬:৪৩ PM

 
 
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-ঢাকা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা নিয়ে লাইভে প্রতিবাদ জানালেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। লাইভে তিনি বিদ্যুৎ বিভাগের চরম গাফলতির বিষয়টিও তুলে ধরেন।
 
শুক্রবার (০১ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের এই পথ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য ধরা পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এর প্রতিবাদ জানান ব্যারিস্টার সুমন।

লাইভে তিনি বলেন, সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউনিয়ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হয়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টি বিদ্যুৎ বিভাগের চরম গাফলতি হিসেবে সবাই দেখলেও কেউ এর প্রতিবাদ বা প্রতিকার করেননি।

‘পল্লি বিদ্যুতের একটি খুঁটি সড়কের পাশ থেকে প্রায় চারফুট ভেতরে রাখা হয়েছে। লাইভে তিনি ওসমানীনগর নেতাদের ও প্রশাসনসহ পল্লি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করেন। যাতে ভবিষ্যতে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ না করেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এসময় তিনি স্থানীয় কিছু যুবককে সঙ্গে নিয়ে সড়কে থাকা খুঁটি সরিয়ে দেন।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top