Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬, ১৩ রবি-উল-আউয়াল ১৪৪১

সিলেটে রবীন্দ্র স্মরণ উৎসবে আসছেন না প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ০১, নভেম্বর - ২০১৯ - ০৯:২০:২৬ PM - Revised Edition: 30th April 2019

কূল ডেস্ক :: সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ স্মরণ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগামী ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দিনব্যাপী রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর আগমনকে ঘিরে সবধরণের প্রস্তুতি নেয়া হলেও তিনি আসছেন না বলে ইঙ্গিত দিয়েছেন দলের এক দায়িত্বশীল নেতা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রধানমন্ত্রীর সিলেট না আসার বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিসম্প্রতি সিলেট আসার কোনো সম্ভাবনা নেই।আগামী কয়দিন প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচী থাকায় সিলেটে আসবেন না ।

জানা গেছে, সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ স্মরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উৎসবে যোগ দেয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা ছিলনা। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছিলেন সিলেটে রবীন্দ্রনাথের আগমন শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

এ বিভাগের​ আরও খবর


Top