Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬, ১৩ রবি-উল-আউয়াল ১৪৪১

ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা

 প্রকাশিত: ৩০, অক্টোবর - ২০১৯ - ০২:২৭:২৯ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: টুনি আর জনি। আপন ভাই বোন। টুনির বয়স সাত আর জনির বয়স তিন। যেই বয়সে স্কুলে পড়া-লেখার কথা তাদের, সেই বয়সে তারা মায়ের সাথে টোকাই এর কাজ করে জীবিকা নির্বাহ করছে। একমুঠো ভাতের জন্য এ হাত, ও হাত পেতে দিন কাটে তাদের।

মঙ্গলবার বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারে রাস্তায় বসে সামান্য ভাত মিলেমিশে খাচ্ছে ভাই ও বোন। বোন টুনি তার ছুটো ভাই জনির মুখে তুলে দিচ্ছে এক মুষ্টি ভাত। মাঝে মধ্যে সেও নিজের মুখে নিচ্ছে এক মুষ্টি করে। খাবার কোথায় পেয়েছো জানতে চাইলে, টুনি জানায়, পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার নিয়ে এসেছে।

হবিগঞ্জের নোয়াগাও গ্রামে তাদের বাড়ী। বাবা ছোট বেলায় মারা গেছেন। তারপর মায়ের সাথে চলে এসেছেন তারা সিলেট শহরে একটু কাজের আশায়।শহরের রাস্থা থেকে প্লাস্টিকজাত বোতল সংগ্রহ করে তারা।মায়ের সাথে ভাই,বোন বোতল সংগ্রহে সহযোগিতা করে সারা দিন। দিন শেষে এসব বোতল বিক্রি করে যা পায় তা দিয়ে কোনরকম সংসার চলে তাদের। এ কথা জানিয়েছে টুনি। আর দুপুরে কেউ দু’মুঠো ভাত দিলে তাদের আনন্দের সীমা থাকেনা!

সৌজন্যে : সিলেটভিউ২৪ডটকম।

Top