Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ শাওয়াল ১৪৪১

শিরোনাম :
যে কারনে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলেন আজাদ || লকডাউনের মধ্যেও বালাগঞ্জে বিদ্যুৎ বিল প্রদানের তাগিদ || বালাগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদ সদস্যের ঈদ শুভেচ্ছা বিনিময় || সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার চিরভাস্মর || বালাগঞ্জ পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মনাফ আর নেই || তাহিরপুরে সাংবাদিক রাজ্জাকের ওপর হামলা: বালাগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা || বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উজ্জ্বলতম নক্ষত্র তাজউদ্দিন আহমদ || নাদেল-আজাদের করোনা : উদ্বেগ-উৎকন্ঠায় সিলেট আওয়ামী পরিবার || করোনায় প্রাণ গেল শ্রীমঙ্গলে পৌর কাউন্সিলরের || করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ ১১ দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা ||

টাকা-পয়সা কেড়ে না নিয়ে উল্টো ‘চুমু’দিলেন ডাকাত, ভিডিও ভাইরাল

 প্রকাশিত: ২২, অক্টোবর - ২০১৯ - ০৪:৫৫:৪৫ PM

 
 

এক ফার্মেসিতে টাকা-পয়সা কেড়ে না নিয়ে উল্টো এক বৃদ্ধাকে ভরসা দিতে চুমু এঁকে দিল ডাকাত। তবে এসময় সশস্ত্র ডাকাত দল ফার্মেসি থেকে ২৪০ ডলার ও কিছু মালামাল লুট করে। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের আমারান্তে শহরে।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ ঘটনাটির সিসি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই কয়েক হাজার বার দেখা হয়। শেয়ার হয় অগণিত।

ভিডিওতে দেখা যায়, ফার্মেসির কর্মচারীকে অস্ত্রের মুখে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করে হেলমেট পরা ডাকাতরা। একজন দ্রুত ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে নেয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন এক বৃদ্ধা ক্রেতা। ভয় পেয়ে তিনি পাশে দাঁড়ানো ডাকাতের হাতে নিজের টাকা তুলে দিতে চান। কিন্তু, আশ্চর্যজনকভাবে তাতে নিষেধ করে ওই ডাকাত। বরং, বৃদ্ধাকে আশ্বস্ত করতে হেলমেট তুলে কপালে চুমু এঁকে দেয় সে।

ফার্মেসির মালিক স্যামুয়েল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তারা ডাকাতির ঘোষণা দিয়ে আমার কর্মচারীকে সব টাকা-পয়সা তুলে দিতে বলে। পাশে থাকা ওই নারীও তার টাকা দিয়ে দিতে চাইলে তাতে বাধা দেয় এক ডাকাত। সে বৃদ্ধার কপালে চুমু দিয়ে বলে, আপনি শান্ত হন। আমি আপনার টাকা চাই না। ডাকাতির পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়।

ভুক্তভোগী দোকান মালিক যাই বলুক ঘটনাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নেটিজেনরা। এমন ডাকাত দেখে অনেকেই বলছেন, বৃদ্ধাকে শ্রদ্ধা দেখানো এমন ডাকাত কি না ধরলেই নয়?

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top