Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬, ১৩ রবি-উল-আউয়াল ১৪৪১

শফিক চৌধুরীর সাথে ফ্রান্স আ.লীগ নেতার সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশিত: ১৩, অক্টোবর - ২০১৯ - ১০:৩২:২৫ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শফিক চৌধুরীর টিলাগড়স্থ বাসায় সাক্ষাতে যান তিনি।

এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বহির্বিশ্বে ছড়িয়ে দিতে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ অবস্থান থেকে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ আহমদ বাবরসহ দলীয় নেতাকর্মী।

Top